ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, থানায় জিডি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমক (বাংলানিউজ ফাইল ফটো)

ঢাকা: আবারও চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর -১১১৩) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ থানায় জিডিটি লিপিবদ্ধ করেন।

আরও পড়ুন
** অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, জিডি
** অ্যাটর্নি জেনারেলকে আবারো হত্যার হুমকি, জিডি
** অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি
** অ্যাটর্নি জেনারেলকে সেলফোনে হত্যার হুমকি

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠি আসে।

নাম-ঠিকানা ছাড়া ওই চিঠির মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে সে বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে।

চিঠিতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে চিঠিতে লেখা রয়েছে, ‘আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য। ’

এর আগেও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১১ সালের ২ জানুয়ারি, ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট, ২০১৬ সালেল ৩০ মে এবং ২০১৭ সালের ৭ ও ২৪ ডিসেম্বর হত্যার হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।