ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তাপদাহে মরছে মাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
তাপদাহে মরছে মাছ প্রচণ্ড তাপদাহে মরে ভেসে উঠছে টাকি, শোল, পুঁটি, ট্যাংরা, বাইম, কৈ সহ বিভন্ন প্রজাতির মাছ

লক্ষ্মীপুর: দেশের বিভিন্ন স্থানের মতো তাপদাহে পুড়ছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এতে প্রতিকৃতি দেখা দেওয়া বিরূপ প্রভাবে খাল-বিলে মাছ মরে ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) লক্ষ্মীপুরে দিনভর ছিলো সূর্যের দাপট। সারাদিনের প্রচণ্ড তাপের পর বিকেলের দিকে বিলে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠে।

উপজেলার চর কাদিরা এলাকায় ভুলুয়া নদী সংলগ্ন বিল ও ধানক্ষেতে মাছ মরে ভেসে উঠলে মানুষজনের মধ্যে বিষয়টি নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, চর বসু, চর মার্টিন, চর জাঙ্গালীয়াসহ বিভিন্ন চরাঞ্চলে সূর্যের তাপে ক্ষেতের পানি গরম হয় দেশীয় প্রজাতির মাছ মরছে। মরে ভেসে ওঠা টাকি, শোল, পুঁটি, ট্যাংরা, বাইম, কৈ কুড়িয়ে নিতে স্থানীয়দের দেখা গেছে।

করুনানগর এলাকার বাসিন্দা হাজিরহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী মো. ইয়াছিন জানান, সারাদিনের প্রচণ্ড রোদে পানি গরম হয়ে যায়। বিকেলের দিকে মাছ মরে ভেসে উঠলে স্থানীয়রা তা কুড়িয়ে নেন।

এদিকে লক্ষ্মীপুরে প্রচণ্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন ছিলো অতিষ্ঠ। তাপদাহে শুধু মানুষ নয়, প্রাণীকূল পর্যন্ত অস্থির হয়ে পড়ে। বিকেলের দিকে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি নামেনি। প্রখর তাপ এবং ভ্যাপসা গরমে সকাল থেকে প্রয়োজন ছাড়া বাইরে বের হননি সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যায়। অসহনীয় গরমে স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা দেখা দেয়। গরমে বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধসহ শিশুরা।  

তবে আবহাওয়াবিদরা বলছেন, দু’একদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তাপদাহ রয়েছে। আশা করা যাচ্ছে দু’একদিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি বলেন, শুক্রবারের (২০ জুলাই) মধ্যে ঢাকায় না হলেও দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।