ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জামালপুরে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

জামালপুর: জামালপুরে কেন্দুয়া কালিবাড়ির আজহার আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সফিকুল ইসলাম (মৃত্যুদণ্ড), সুমন মিয়া, জিন্নাহ ও আবু সামারক (যাবজ্জীবন)।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবুল কাশেম তারা বাংলানিউজকে জানান, জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি হিন্দি গানের অডিও ক্যাসেট নিয়ে বিরোধের জের ধরে দণ্ডপ্রাপ্ত আসামিরা ২০০২ সালের ২০ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আজাহার আলী মারা যায়।  

এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান আলী জামালপুর থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত ও সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মামলার অন্যতম অভিযুক্ত সফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। অপর তিন আসামি সুমন মিয়া, জিন্নাহ এবং আবু সামারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. নওয়াব আলী।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।