ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তাগাছায় ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
মুক্তাগাছায় ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় হিমা আক্তার প্রীতি (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ ছাত্রী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, দুপুরে মাদ্রাসা ছুটি শেষে ওই ছয় ছাত্রী ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিল।

এ সময় মুক্তাগাছা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারা।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক প্রীতিকে মৃত ঘোষণা করেন। বাকিদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মমেকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।