ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

নেত্রকোনা: নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল থেকে উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, কালো ব্যাজ ধারণ, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ তার বাবার স্মৃতি রক্ষার্থে ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ২০০৬ সালে তিন একর জমিতে নির্মাণ করেছেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

বর্তমানে স্কুলটিতে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু রয়েছে। ১৬ জন শিক্ষকের মাধ্যমে ও সাড়ে তিনশ শিক্ষার্থীকে পাঠদান করা হয়। প্রতিবছর পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad