ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন ব্যবসায়ীকে উদ্ধারসহ ৮ দফা দাবি দুই সংগঠনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
তিন ব্যবসায়ীকে উদ্ধারসহ ৮ দফা দাবি দুই সংগঠনের লিখিত বক্তব্য পাঠ করেছেন মো. মাঈন উদ্দিন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তিন বাঙ্গালি ব্যবসায়ীকে উদ্ধার ও পাহাড়ে চাঁদাবাজি, গুম, খুন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালি ছাত্র পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠন দুটির সভাপতি মো. মাঈন উদ্দিন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ছয় বছরে বিভিন্ন পেশার মোট ২৮ জন বাঙ্গালিকে অপহরণ করা হয়েছে। এরমধ্যে অনেকের মরদেহ পাওয়া গেলেও বাকিদের এখনো খোঁজ নেই। এসব ঘটনায় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে।  

এসময় খাগড়াছড়ির মাটিরাঙ্গার অপহৃত তিন ব্যবসায়ীকে উদ্ধার, অপহৃত ২৮ পরিবার ও সন্তানদের রাষ্ট্রকে পড়ালেখার দ্বায়িত্ব নেয়া, পানছড়ি বাজার চালুসহ আট দফা দাবি জানানো হয়।  

এছাড়াও মঙ্গলবার (২৪ জুলাই) খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, রবিউল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।