ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

নাটোর: বিয়ের দাবি পূরণ না করায় বাবা-মায়ের ওপর অভিমান করে নাটোরের নলডাঙ্গা উপজেলায় পলাশ (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১৮ জুলাই) দিনগত রাতে উপজেলার চেউখালি গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে পুলিশ বাড়ির পাশের একটি বেল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পলাশ ওই গ্রামের জমসেদ আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, বিয়ে করবে বলে পলাশ বেশ কিছুদিন ধরে বাবার কাছে বায়না ধরে। কিন্তু বিয়ের বয়স না হওয়ায় বাবা তার বিয়ে দিতে রাজি হননি। এ নিয়ে পলাশ মানসিকভাবে ভেঙে পড়ে। এক পর্যায়ে বাবা-মায়ের ওপর অভিমান করে বাড়ির পাশে একটি বেল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad