ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার দিঘীরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের কছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধান রোপণ করতে মাঠে যাচ্ছিলেন কৃষক আব্দুর রহমান। এসময় দিঘীরহাট এলাকায় রেলক্রসিং পার হতে গেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।