ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
মান্দায় বাসের ধাক্কায় নিহত ২ নিহত দু'জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার সাটইল গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক তসলিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের আজিজুল ইসলাম (৪০)।

 

পুলিশ জানায়, সকালে আজিজুল ইসলাম প্রতিবেশী তসলিম উদ্দিনের ব্যাটারি চালিত অটোরিকশায় করে উপজেলা সদরের প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এলে রাজশাহী থেকে নওগাঁগামী নিবিড় ট্রাভেলস নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিম ও আজিজুল ইসলামের মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে, জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।