ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বেচ্ছাশ্রমে তৈরি সাড়ে ৪শ’ ফিট সেই বাঁশের সাঁকো চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
স্বেচ্ছাশ্রমে তৈরি সাড়ে ৪শ’ ফিট সেই বাঁশের সাঁকো চালু সাড়ে চারশ’ ফিট বাঁশের সাঁকো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হলহলিয়া নদীর উপর স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত সাড়ে চারশ’ ফিট বাঁশের সাঁকো জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 

উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া গ্রামে নির্মিত বাঁশের সাঁকোটি বুধবার (১৮ জুলাই) দুপুরে উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী।

এটি উদ্বোধনের ফলে সাইকেল, মোটরসাইকেল, ভ্যানগাড়িসহ হালকা যানবাহন এবং শিক্ষার্থীসহ বাইশপাড়া গ্রামের ১০ হাজার মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হয়েছে।

সাঁকো উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, সাবেক সচিব মেজর আশারাফ-উদ দৌলা তাজ, রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, নুরুল ইসলাম আর্মি, রফিকুল আর্মি, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এফইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।