ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্যাবল কাটা পড়ে মগবাজারে ৫০০ টেলিফোন বিকল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ক্যাবল কাটা পড়ে মগবাজারে ৫০০ টেলিফোন বিকল

ঢাকা: ক্যাবল কাটা পড়ে মগবাজার এক্সচেঞ্জের ৫০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্তৃপক্ষ।

বুধবার (১৮ জুলাই) বিকেলে বিটিসিএল’র মহা-ব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা ওয়াসার ঠিকাদার পানির পাইপ লাইন স্থাপনের কাজ করছে।

রাস্তা খননের সময় সিদ্ধেশ্বরী সার্কুলার রোড ও মালিবাগ মোড় এলাকার তিনটি টেলিফোন ক্যাবিনেটের আওতায় এক হাজার ২শ জোড়া ভূগর্ভস্থ প্রাইমারি ক্যাবল কাটা পড়ে।

এতে মালিবাগ, সিদ্ধেশ্বরী, এসবি সদর দফতর, সিআইডি সদর দফতর, রাজারবাগ এলাকার প্রায় ৫০০ টেলিফোন অকেজো হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টেলিফোনগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলেও জানান মহা-ব্যবস্থাপক মীর মোহাম্মদ মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।