ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বছরে মাছ উৎপাদন ৪৬ হাজার মেট্রিক টন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
হবিগঞ্জে বছরে মাছ উৎপাদন ৪৬ হাজার মেট্রিক টন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা

হবিগঞ্জ: প্রতি বছর হবিগঞ্জ জেলায় মাছের উৎপাদন হয় ৪৬ হাজার ৩৫৪ মেট্রিক টন। এর মধ্যে জেলায় চাহিদা রয়েছে ৩৪ হাজার ৩৭২ মেট্রিক টন। বাকি ১১৯৮২ মেট্রিক টন মাছ রপ্তানি করা হয় দেশের বিভিন্ন স্থানে।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে বুধবার (১৮ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানায় জেলা মৎস্য অফিস।

সভায় জানানো হয়, জেলায় নদ-নদী ও খাল-বিল এবং দীঘি পুকুরসহ মৎস্য আহরণের স্থান রয়েছে ২১ হাজার ৬১১টি।

যেগুলোর সর্বমোট আয়াতন ৭৩ হাজার ৮২১ হেক্টর। এ থেকে সারা বছর জেলায় উৎপাদন হয়ে ৪৬ হাজার ৩৫৪ মেট্রিক টন মাছ। এছাড়াও সরকারি-বেসরকারি হ্যাচারি এবং ব্যক্তি মালিকানাধীন মৎস্য চাষ প্রকল্প রয়েছে প্রায় আড়াইশ’। এছাড়াও পেশাজীবী মৎস্য চাষি রয়েছেন ৪৯ হাজার ২১৩ জন। যারা মৎস্য আহরণের মাধ্যমে নিজ জেলার চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি করেন বিভিন্ন স্থানে।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী নারায়ন দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু।

বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, একুশে টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম প্রমুখ।  

এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে মৎস্য আড়তদার, চাষিরা সভায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।