ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন

ঢাকা: জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন বুধবার (১৮ জুলাই) দু’দিনের সফরে ঢাকা আসছেন। তিনি দিল্লী থেকে বিকেলে ঢাকায় পৌঁছাবেন। তার ঢাকা সফরকালে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও জার্মানির মধ্যে ই-পাসপোর্ট সংক্রান্ত একটি চুক্তি সই হবে। মূলত এ চুক্তি সই করতেই তিনি ঢাকা সফরে আসেছেন।

গত মার্চে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়েলসের এটিই হবে প্রথম ঢাকা সফর।
 
ঢাকা সফরকালে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।  

জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।  

ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে জার্মানির অবস্থান এক নম্বরে। তাছাড়া বাংলাদেশে দেশটির বিনিয়োগও বাড়ছে। সম্প্রতি ঢাকার জার্মান দূতাবাস ও বাংলাদেশে জার্মানিভিত্তিক ব্যবসায়ী কমিউনিটি যৌথভাবে জার্মান বিজনেস কাউন্সিল (জিবিসি) গঠনের সিদ্ধান্তও নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।