ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
বেনাপোল সীমান্তে ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পাচারের সময় ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের শিকারপুর মাঠ থেকে এ মাদকদ্রব্য জব্দ করেন ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে ভারত সীমান্তবর্তী এলাকা শিকারপুর মাঠে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা। পরে সেখান থেকে পরিতাক্ত অবস্থায় ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শিকারপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মুকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।