ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
সুনামগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জে লিপসন আহমদ (২২) নামের এক সাংবাদিক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌরসভার পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

লিপসন আহমদ স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

লিপসন আহমদের বড় ভাই ফয়সল আহমদ জানান, রাতে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় কয়েকজন যুবক লিপসনকে পথ আগলে পার্শ্ববর্তী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়।

সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা লিপসনকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে লিপসনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি জানান, লিপসনের শারীরিক অবস্থার খারাপ থাকায় কারা তার ওপর হামলা করেছে তা জানাতে পারেনি।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদউল্লাহ বাংলানিউজকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি ও ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জসহ স্থানীয় সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।