ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে সেলুন ব্যবসায়ী এসিড দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
মিরপুরে সেলুন ব্যবসায়ী এসিড দগ্ধ

ঢাকা: রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের ছোড়া এসিডে সেলুন ব্যবসায়ী মো. পারভেজ (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ পারভেজ জানান, তারা মিল্লাত ক্যাম্পে থাকেন।

পেশায় তিনি নিজেও সেলুন ব্যবসায়ী।

তিনি জানান, ক্যাম্পের ভেতরে সাহের নামে এক ব্যক্তির সেলুনে বসেছিলেন। হঠাৎ ক্যাম্পের মাদক ব্যবসায়ী সুনীলের সহযোগী জনি তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে।  

এতে পারভেজের মুখমণ্ডলসহ গলা, বুক, দুই হাত এসিডে ঝলসে যায়। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পারভেজ অভিযোগ করেন, ক্যাম্পে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী সুনীলের নির্দেশ সহযোগী জনি তাকে এসিড ছুড়েছে।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জানান, এটি কেমিক্যাল বার্ন। পারভেজের ১২ শতাংশ পুড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এসিডের ঘটনা পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad