ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হরিণাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
হরিণাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম পচা (৪৩) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত সোয়া ১১টায় এ ঘটনা ঘটে।  
 
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, হাসুয়া ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে টাকার পরিমাণ জানায়নি র‌্যাব।  
 
ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, একদল ডাকাত সদস্য ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, র‌্যাবের কাছে এমন খবর আসে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
 
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে ডাকাত আমিরুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান গোলাম মোর্শেদ।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।