ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলগাজীতে ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
ফুলগাজীতে ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ ভারতীয় শাড়ি-থ্রি জব্দ। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় ভারতীয় ৬০০ শাড়ি ও থ্রি পিসসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ফেনী-পরশুরাম সড়কের জাম্মুড়া এলাকা থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ফুলগাজী থানার পুলিশ ফেনী-পরশুরাম সড়কের জাম্মুড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল।

এ সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যানকে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। পিকআপ ভ্যানটি না থামিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে উল্টে যায়। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যান।  

পরে পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। এ সময় গাড়ি থেকে ভারতীয় ৬০০ শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয় বলে জানান পরিদর্শক হুমায়ুন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় তৈরি ৬০০ শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad