ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনশ্রীতে শিশুর ইটের আঘাতে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
বনশ্রীতে শিশুর ইটের আঘাতে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে দক্ষিণ বনশ্রীতে এক শিশু ইটের আঘাতে অপর এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আলামিন হোসেন মুন্না (১০)। 

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনা ঘটে। মুন্না সাতক্ষীরার দেবহাট্টা উপজেলার মো. আল মামুনের ছেলে।

সে খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়া বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।  

পুলিশ জানায়, কিছুদিন আগে মুন্না তার প্রতিবেশী সিজান নামে এক শিশুকে মারধর করে। এর জের ধরে সিজান কৌশলে মুন্নাকে দক্ষিণ বনশ্রীর জে ব্লক এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে মাথায় ও মুখে ইট দিয়ে আঘাত করে। এ সময় মুন্নার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, শিশু সিজানকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।