ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নির্বাচনী কার্যালয়ে সিসি ক্যামেরা, প্রার্থীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
নির্বাচনী কার্যালয়ে সিসি ক্যামেরা, প্রার্থীকে জরিমানা

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফরহাদ চৌধুরী শামীমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা এ জরিমানা করেন।

এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী ফরহাদ চৌধুরী শামীম বাংলানিউজকে বলেন, তার নির্বাচনী কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তার দাবি, জরিমানার টাকা জনগণ পরিশোধ করে দিয়েছে।
 
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে তফসিল ঘোষণার পর ২৭টি ওয়ার্ডের সংরক্ষিত ৯টি ওয়ার্ডে আচরণ বিধি তদারকিতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়।
 
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা বাংলানিউজকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফরহাদ হোসেন শামীমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।