ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অত্যন্ত ২০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নাজমুল হাসান (৩০), আবুল হোসেন (৫০), মনির হোসেন (২৫) ও মাকসুদা বেগম (৪০)। বাকিদের নামপরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  বাংলানিউজকে জানান, বিকেলে ভাতশালা রেলস্টেশনের পশ্চিম পাশে আখাউড়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ২০ যাত্রী গুরুতর আহত হন।
আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad