ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে তিনটি টেক্সটাইল মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
আড়াইহাজারে তিনটি টেক্সটাইল মিলে আগুন আড়াইহাজারে আগুন পুড়ে গেছে তিনটি টেক্সটাইল মিলের মালামাল। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিনটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর সোয়া তিনটায় গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিম পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনটি কারখানার মালিকের দাবি, আগুনে তাদের কারখানায় থাকা ৪৭টি মেশিন, সুতা ও তৈরি কাপড় পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গোপালদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাসান বাংলানিউজকে জানান, সাইদুলের পাওয়ারলুম কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে সাইদুল ছাড়াও আরিফ ও রুবেল নামে দুইজনের মালিকানাধীন কারখানাতেও আগুন লেগে যায়। খবর পেয়ে প্রথমে মাধবদী থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে আড়াইহাজার থেকে ফায়ার সার্ভিসের আরও দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু'ঘণ্টা চেষ্টার পর বিকেল সোয়া ৫টার দিকে আগুন নেভায়।

তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে বলেও জানান পরিদর্শক হাসান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।