ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেয়াদ বাড়লো শিক্ষা প্রকৌশল অধিদফতরে প্রধান প্রকৌশলীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
মেয়াদ বাড়লো শিক্ষা প্রকৌশল অধিদফতরে প্রধান প্রকৌশলীর দেওয়ান মোহাম্মদ হানজালা/ফাইল ছবি

ঢাকা: শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

ইইডি’র প্রধান প্রকৌশলী হিসেবে হানজালার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৮ অগাস্ট বা তার যোগদানের তারিখ থেকে এক বছর বাড়িয়ে মঙ্গলবার (১৭ জুলাই) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।

২০১৪ সালের ২৯ জুন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পান হানজালা। ২০১৬ সালের ২১ জুন চুক্তিতে ইইডি’র প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।