ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেধাবীদের মননশীল চেতনার চর্চা করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
মেধাবীদের মননশীল চেতনার চর্চা করতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: মেধাবীদের মননশীল চিন্তা-চেতনার চর্চা করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন স্থানীয় পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

নাজিম উদ্দিন বলেন, মেধাবীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদের দেশকে ভালোবাসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। দেশের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। আর এমনটি সম্ভব হলেই তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠবে।  

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিমের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।