ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিজিসিবির সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
পিজিসিবির সঙ্গে গ্রামীণফোনের চুক্তি চুক্তি স্বাক্ষরকালে গ্রামীণফোনের মহাব্যবস্থাপক হীরক কুমার পাল

ঢাকা: বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উপর স্থাপিত অপটিক্যাল ফাইবারের একাংশ গ্রামীণফোনকে লিজ দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

মঙ্গলবার (১৭ জুলাই) পিজিসিবির পক্ষ থেকে পাঠানো এক প্র্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১৪৯ কিলোমিটার পিজিসিবির অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে গ্রামীণফোন।

এজন্য সোমবার (১৬ জুলাই) পিজিসিবি প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে এনটিটিএন লাইসেন্স নিয়েছে পিজিসিবি। গ্রামীণফোন এ অপটিক্যাল ফাইবারের ব্যবহারের ভাড়া বাবদ পিজিসিবিকে বছরে এক কোটি সাত লাখ টাকা পরিশোধ করবে।

পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং গ্রামীণফোনের পক্ষে চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দিন আল-আমীন চুক্তিপত্রে সই করেন।

চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক মো. এমদাদুল ইসলাম, মো. শাফায়েত হোসেন ও খোন্দকার মো. আব্দুল হাই, পরিচালক (ওপিজিডব্লিও) মো. আশরাফ হোসেন, গ্রামীণফোনের মহাব্যবস্থাপক হীরক কুমার পাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।