ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
সাতক্ষীরায় ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। 

মঙ্গলবার (১৭ জুলাই) ভোর রাতে সাতক্ষীরা নিউ মার্কেটের আল বারাকা জুয়েলার্সের ম্যানেজার ও শহরের কাটিয়া সরকারপাড়ার লিটন হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা লিটন হোসেন বাংলানিউজকে জানান, রাত ৩টার দিকে ডাকাতরা তার বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে।

এসময় তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে একটি ঘরের মধ্যে আটকে রেখে আলমারী ভেঙে নগদ ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।  

এদিকে একই রাতে ডাকাতরা ওই এলাকার শ্যামল রাহার বাড়িতেও হানা দেয়। তার বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকার সময় বাড়ির মালিক বুঝতে পেরে চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।