ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে সরকারের উন্নয়ন প্রচারণায় মেয়র লিটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
বেনাপোলে সরকারের উন্নয়ন প্রচারণায় মেয়র লিটন সমাবেশে মেয়র লিটন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ‘শেখ হাসিনার ছালাম নিন, নৌকায় ভোট দিন’ স্লোগানে বন্দরনগরী বেনাপোলে সমাবেশ ও র‌্যালি করেছেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সোমবার (১৬ জুলাই) বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে সমাবেশ শেষে র‌্যালিটি বেনাপোল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে এ সামাবেশে।

কেন্দ্রীয় আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্দেশ দিয়েছেন সরকারের উন্নয়ন ও তার সালাম মানুষের কাছে পৌঁছে দিয়ে ভোট চাইতে। সেই নির্দেশনা পালন করতে আমরা এই সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছি।

এদিকে, র‌্যালিতে অংশ নেওয়া মানুষ বলছেন, এবার যশোর-১ আসন শার্শাতে আ’লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন নিতে চেষ্টা করছেন মেয়র লিটন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এজেডএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।