ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিসিকের জিএম নিখোঁজ হওয়ার অভিযোগে জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
বিসিকের জিএম নিখোঁজ হওয়ার অভিযোগে জিডি

ঢাকা: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মহাব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম ভূঞা (৫৮) বাসা থেকে বের হয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে তার পরিবার রাজধানীর পল্টন থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি- ৮০৩) করেছেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

জিডির বরাত দিয়ে এসআই মনির হোসেন জানান, গত ১১ জুলাই বেলা পৌনে ১২টার দিকে শরিফুল ইসলাম তার শান্তিনগরের বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি, খয়েরি হাফ শার্ট এবং স্যান্ডেল ছিল। তবে তার ব্যবহৃত মানিব্যাগ, চশমা, মোবাইল কিছুই সঙ্গে নেননি। এ সময় বাসায় কেউ ছিল না, তার স্ত্রী জেসমিন নিজের কর্মস্থলে ছিলেন। এরপর শরীফুল আর বাসায় ফিরেননি এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শরীফুল ডিপ্রেশনে ভুগছিলেন দাবি করে তার স্ত্রী জিডিতে আরও উল্লেখ করেন, গত ২২ মে এভাবে আরও একবার বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। পরদিন সকাল ৬টায় বরিশাল থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

এসআই মনির বলেন, সার্বিক বিষয়গুলো মাথায় রেখে শরীফুলেরর খোঁজ পেতে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ