ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে শাকিল হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
নারায়ণগঞ্জে শাকিল হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় এক হোসিয়ারি শ্রমিককে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুলাই) রাতে নারায়ণগঞ্জের বন্দরের কুশিয়ারা থেকে সারোয়ার ও শহর থেকে নিরু নামে দু’জনকে আটক করা হয়।

এর আগে সকালে নয়ামাটি এলাকার আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম শাকিল মিয়া (১৪)। তিনি বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ ও সোহাগ দু’জনকে আটক করেন।  

নৈশপ্রহরী আমিন উদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানায়, শাকিল ওই হোসিয়ারিতেই থাকতেন। রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে এসে রাতে ঘুমিয়ে পড়েন তিনি। এখানেই থাকেন আরেক শ্রমিক সরোয়ারও।  

ভোরে সরোয়ারকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেন নৈশপ্রহরী। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এমআরপি/এনএইচটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।