ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় চরমপন্থি দলের নেতা হারুন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
পাবনায় চরমপন্থি দলের নেতা হারুন গ্রেপ্তার

পাবনা: পাবনার আটঘরিয়ায় চরমপন্থি দলের আঞ্চলিক নেতা হারুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হারুন উপজেলার একদন্ত ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে আটঘরিয়ায় থানায় অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্সসহ আটঘরিয়ার এসআই আব্দুল আজিজ ও এসআই হাসান একদন্ত ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে অভিযান চালিয়ে হারুনকে মাদকসহ গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, হারুনের বিরুদ্ধে আটঘরিয়ায় থানায় অস্ত্র, বিস্ফোরক, হত্যা চেষ্টাসহ চারটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।