ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাফনের ৪ বছর পর তোলা হলো সাংবাদিকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
দাফনের ৪ বছর পর তোলা হলো সাংবাদিকের মরদেহ মানচিত্র

ঝালকাঠি: দাফনের ৪ বছর ৩ মাস পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র ক্যামেরাম্যান আলতাফ হোসেনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার কানুদাসকাঠি পারিবারিক গোরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

সাংবাদিক আলতাফ হোসেনের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়।

পুলিশ জানায়, ২০১৪ সালের ৬ মার্চ সাংবাদিক আলতাফ হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ছবি আক্তার সাবিনা পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন। পরে সাবিনা বাদী হয়ে ২০১৭ সালের ১২ অক্টোবর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগ করেন। এরপর আদালতের নির্দেশে ১৬ অক্টোবর রাজাপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশক্রমে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। দাফনের ৪ বছর ৩ মাস পরে কবরটি খুঁড়ে মরদেহের অংশগুলো (কঙ্কাল) উত্তোলন করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এমএস/এএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।