ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা ঐতিহ্যবাহী লাঠিখেলা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) শহরের পায়রা চত্বরে এ খেলার আয়োজন করা হয়। ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা এ খেলার আয়োজন করে।

এ খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ছয়টি লাঠিয়াল দল।

আবহমান বাংলার অন্যতম জনপ্রিয় লাঠিখেলা। সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছে বাংলার অন্যতম ঐতিহ্যবাহী এ খেলা। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দূরে রাখতে আর গ্রামীণ ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন চান দর্শকরা।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad