ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
গোদাগাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে পান্না বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পান্না গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গ্রামের মাহবুলের স্ত্রী।

মাহাবুল পেশায় একজন টাইসল মিস্ত্রী।  

গৃহবধূর শাশুড়ি রুমালী বেগম জানান, তিনি বাড়িতে ছিলেন না। আশপাশের লোকজনের খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে পান্নার মরদেহ দেখতে পান।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, বিকেলে স্থানীয়রা পান্নার মরদেহ বাড়িতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পান্নার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।