ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর: বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে ফেরি চলাচল করলেও ঢেউয়ের কারণে তা চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকে বাতাস বইতে থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে।

এছাড়াও নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রচণ্ড স্রোত রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ