ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ আল মেহরির ‍সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ আল মেহরির ‍সাক্ষাৎ সাঈদ মোহাম্মদ আল মেহরির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরি।

রোববার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান।

এসময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, সংযুক্ত আরব আমিরাতের একটি বড় ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সংযুক্ত আরব আমিরাত সফর এবং সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকায় দায়িত্বপালনের সময় তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

দায়িত্বপালনের সময় দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।