ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা শিল্পকলার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এমপি মিজান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
খুলনা শিল্পকলার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এমপি মিজান খুলনা শিল্পকলার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন এমপি মিজানুর রহমান মিজান।

খুলনা: খুলনা জেলার শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

ববার (১৫ জুলাই) দুপুরে ভবন নির্মাণে দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগে তিনি এ পরিদর্শন করেন।

এর আগে ২৭ জুন ‘শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণে নিম্নমানের ইট!’ ও ৩ জুলাই ‘নির্মাণকাজ শেষের আগেই ছাদ চুঁইয়ে পড়ছে পানি’ শিরোনামে বাংলানিউজে দুই পর্বের সংবাদ প্রচারিত হয়েছে।

সংবাদের পর বিষয়টি নিয়ে ফুঁসে উঠেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।

১২ জুলাই দুপুরে জেলা শিল্পকলার নির্মাণাধীন ভবনের সামনে মানববন্ধন করেন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ১৪ জুলাই সকালে খুলনা জেলার শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

এমপি মিজান শিল্পকলা ভবনের কাজের পরিদর্শনকালে ঠিকাদার ও সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন।

মিজান বলেন, শিল্পকলা একাডেমি খুলনাবাসীর স্বপ্নের ফসল। এ কাজে কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। আমি প্রতি সপ্তাহে এসে কাজের তদারকি করবো।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- খুলনা সিটির ২৮ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজমল আহমেদ তপন, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীত শিল্পী কামরুল ইসলাম বাবলু, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোখলেছুর রহমান বাবলু, আব্বাস উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, নগর নাট্যদলের আহ্বায়ক চৌধুরী মিনহাজুল জামান সজল প্রমুখ।

উল্লেখ্য, মহানগরের শেরে বাংলা রোডের পুরাতন নার্সিং ইনস্টিটিউটের জায়গায় শিল্পকলা একাডেমির আধুনিক ও দৃষ্টিনন্দন কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নেয় সরকার। এর আগে ২০১১ সালের ৫ মার্চ খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় অন্যান্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে খুলনায় শিল্পকলা একাডেমি নির্মাণ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে দীর্ঘদিন ধরে খুলনার সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা আন্দোলন করেন খুলনায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের জন্য। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাবাসীর সেই আশা পূরণ করেন। গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে বিসিটিএই ইলোরা জেভি, বেনেজীর কনস্ট্রাকশন ও আজাদ কনস্ট্রাকশন যৌথভাবে নির্মাণ কাজ করছে।

২০১৬ সালের ১০ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি, বেনেজীর কনস্ট্রাকশন ও আজাদ কনস্ট্রাকশন যৌথভাবে খুলনার শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ পায়। শেরে বাংলা রোডে ৮১ শতক জমির ওপর দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিল্পকলা একাডেমি নির্মাণের কাজ শুরু হয়। ১২ কোটি ৭ লাখ ৪০ হাজার ২১৯ টাকা ব্যয় ধরে এ নির্মাণ কাজ শুরু হয়। ৪তলা কমপ্লেক্স নির্মাণে লাগবে ৩০ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ১৮ মাস সময়ে অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বর মাসে শিল্পকলা একাডেমির কাজ সম্পন্ন হওয়ার কথা। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি সংশ্লিষ্ট দপ্তরে সময় বৃদ্ধির আবেদন জানায়।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।