ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বরিশালে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা নারী আটক

বরিশাল: বরিশালে পাসপোর্ট করতে এসে নূরজাহান (২২) নামে এক রোহিঙ্গা নারী পুলিশের হাতে আটক হয়েছেন।

রোববার (১৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের কাশুপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ ও পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আটক নুরজাহান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জামাল খানের মেয়ে।

তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়। দালালের মাধ্যমে তিনি শনিবার (১৪ জুলাই) রাতে লঞ্চে করে বরিশালের উদ্দেশে আসেন। পাশাপাশি তিনি জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার চেষ্টা চালান।

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, দুপুরে আটক রোহিঙ্গা নারী পাসপোর্ট করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাইকালে কথা বলতে গিয়ে অসংলগ্নতা পাওয়া যায়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস বাংলানিউজকে জানান, নুরজাহান আটকের আগে থেকেই কাশিপুর ও পাসপোর্ট অফিসের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।