ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুদেব বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে পিডিবির বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ লাগলে এ ঘটনা ঘটে। নিহত সুদেব বর্মন উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া গ্রামের তুফাইনা বর্মনের ছেলে।


 
ফলদার ইউপি সদস্য কনক চন্দ্র ঘোষ বাংলানিউজকে জানান, পিডিবির অধীন উপজেলার ফলদা হিন্দু পাড়ায় ফাটা বাঁশের সঙ্গে বিদ্যুতের লাইন টাঙিয়েছে ভূঞাপুর বিদ্যুৎ অফিস। সুদেব বাড়ির পাশেই গরু চড়াতে গিয়ে ওই বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে ভূঞাপুর পিডিবি (বিতরণ ও উন্নয়ন) বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার ফাটা বাঁশে বিদ্যুতের লাইন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সরানো হচ্ছে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।