ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০

সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম (৩০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার  ইউনিয়নের সাত মাইল এলাকার আসক আলীর ছেলে ও কাজল পাত্র  (৩৫) জৈন্তাপুর উপজেলার ঠাকুরমাঠি আমল পাত্রের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই পুরুষ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে। এছাড়া দুর্ঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।