ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ রাজনাথ সিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ রাজনাথ সিং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং (ফাইল ছবি)

ঢাকা: তিনদিন বাংলাদেশ সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রোববার (১৫ জুলাই) ঢাকা থেকে বিদায় নেওয়ার আগে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের উষ্ণ আন্তরিকতায় তিনি মুগ্ধ। 

বেলা ১টায় বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাজনাথ সিং। তবে বিমানে ওঠার আগেই তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশে তিনদিন অবস্থানের পর দিল্লি ফিরে যাচ্ছি।

বাংলাদেশের মানুষের উষ্ণ আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। ভারত-বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক’।  

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  

রাজনাথ সিং গত শুক্রবার (১৩ জুলাই) তিনদিনের সফরে ঢাকায় আসেন। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টার উদ্বোধন করেন। এরপর রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad