ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেবে ভারত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেবে ভারত বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের বয়স্ক নাগরিক ও মুক্তিযোদ্ধাদের মাল্টিপল ভিসা দেওয়া সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত। 
 

রোববার (১৫ জুলাই) সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘রিভাইস ট্রাভেল অ্যারেজমেন্টস-২০১৮’ শীর্ষক চুক্তি সই হয়।
 
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল সাংবাদিকদের এতথ্য জানান।


 
চুক্তিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও ভারতের পক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বিরাজ রাজ শর্মা নিজ নিজ পক্ষে সই করেন।  
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভিসা সহজীকরণের জন্য আজকে একটি চুক্তি সই হয়েছে। যাদের বয়স ৬৫ বছর বা তার বেশি তারা ভিসার আবেদন করলে পাঁচবছরের মাল্টিপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বয়স্ক নাগরিকরা চাইলে এই সুবিধা পাবেন।
 
মুক্তিযোদ্ধোরাও এমন ভিসা সুবিধা পাবেন জানিয়ে তিনি বলেন, দেশ মাতৃকার জন্য যারা যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য ভারত একই ধরনের সুবিধা দিচ্ছে।  
 
এছাড়া মেডিকেল ভিসা, স্টুডেন্টস ভিসা সহজ করার জন্য রাজনাথ সিং বলে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।
 
তিনি বলেন, আমাদের দেশ থেকে প্রতিবছর বিভিন্ন কারণে এক কোটি মানুষ বিদেশে যান। এর মধ্যে কেবল ভারতেই যান ৩০ লাখ মানুষ।  
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমআইএচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।