ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৫ জুলাই) সকালে উপজেলার আদালত ভবন এলাকা ও কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সারা মণির বয়স (১০) ও রাজুর বয়স ২৮ বছর।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান সকাল সাড়ে ১১টার দিকে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে স্থানীয় আদালত ভবন এলাকায় ঢাকা থেকে ময়মনিসংহগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সারা মণির মৃত্যু হয়। তার বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়। এ ঘটনায় তারাকান্দা উপজেলার রোমেলা বেগম (২৫), ফরিদগঞ্জের চাঁদপুরের আব্দুল কাদির (৩০), নোয়াখালীর চরবাজারের শুক্কুর আলী (৩৫) আহত হন।

একইদিনে সকালে উপজেলার কাজির শিমলা এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা রাজুর মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালী জেলায়।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।