ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়ায় স্পিডবোট উল্টে মহিলা ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
শিমুলিয়ায় স্পিডবোট উল্টে মহিলা ইউপি সদস্য নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে স্পিডবোট উল্টে সুফিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এসময় আহত হয়েছেন আরোও আটজন।

সুফিয়ার বাড়ি শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।  

রোববার (১৫ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া স্পিডবোট ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরমান হোসেন জানান, একটি স্পিডবোট সুফিয়াসহ ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছিল। কিছুদূর গেলে ওই স্পিডবোট একটি ফেরিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া। এসময় আহত হন আরো আট যাত্রী।  

তিনি আরো জানান, এ ঘটনায় দুই/তিনজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার কাজ চালাচ্ছে।  

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, স্পিডবোটটি বেলজিয়াম নামে একটি ফেরিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ফেরির যাত্রীরা স্পিডবোটের যাত্রীদের উদ্ধার করেন। এখনও উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।