ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
 চাঁদপুরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু চাঁদপুরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

চাঁদপুর: রথযাত্রার প্রথম দিনেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া গ্রামে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শিশির নন্দী (৩০) নামে নিহত এই ব্যক্তি ওই এলাকার প্রাথমিক স্কুলের একজন শিক্ষক। 

এছাড়া দুর্ঘটনাস্থলে একই সময়ে সঞ্জয় (২৮) ও গোবিন্দ (২৯) নামে আরও দুইজন আহত হন।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যায় চরপাথালিয়া সড়কে রথমণ্ডপের চূড়ায় দুর্ঘটনাটি ঘটে।

শিশির নন্দী উপজেলার নায়েরগাঁও গ্রামের হারাধন মাস্টারের ছেলে। তিনি একই উপজেলার বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহতের স্বজনরা জানান, শিশির নন্দী ঘটনার দিন ওই রথযাত্রায় অংশ নেন। রথযাত্রার সময় তিনিসহ আরও বেশ কয়েক জন রথমণ্ডপের চূড়ায় অবস্থান করছিলেন। রথের চূড়ার ধাতব অংশটি এক পর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন শিশিরসহ আরও ৩ জন।  

আহতদের দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমএএম/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।