ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে রথযাত্রা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
মাদারীপুরে রথযাত্রা অনুষ্ঠিত হাজারো ভক্তের সমাগমে জগন্নাথ দেবের নামে রথযাত্রা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: ‘শান্তি ও সুখ আসুক সবার জীবনে, আনন্দময় হোক পৃথিবী’ এ আশা রেখে মাদারীপুরে হাজারো ভক্তের সমাগমে জগন্নাথ দেবের নামে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ জুলাই) বিকেল ৫টায় পুরান বাজার ইসকন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা।  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।


এরপর উপস্থিত সব ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

মাদারীপুরে সদরে রথযাত্রার শুভ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রীর প্রতিনিধি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান।  

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, উদযাপন কমিটির সভাপতি বাবুল দাস, ভোলানাথ কুন্ডু, বাচ্চু বিশ্বাস, আশিষ কুমার বৈদ্য, শ্যামল বিশ্বাস, নন্দদুলাল সাহা, ইসকন মন্দিরের অধ্যক্ষ কমল নয়ন কানাই লাল ব্রহ্মচারী, নারায়ণ চন্দ্র শীল, ত্রিনাথ দাস, পলাশ মণ্ডল প্রমুখ।  

শ্রী শ্রী জগন্নাথ দেবের শোভাযাত্রাটি নয়দিন পরে পুনরায় ইসকন মন্দিরে ফিরিয়ে আনার মধ্যে দিয়ে শেষ হবে রথযাত্রা উৎসব।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad