ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয় বক্তব্য রাখছেন নারায়ন চন্দ্র চন্দ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সাধারণ মানুষ কেউই সাম্প্রদায়িক নয়। তবে সব ধর্মের কিছু নেতারা ধর্মীয় চেতনার কথা বলে বিভিন্নভাবে উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করে।

শনিবার (১৪ জুলাই) নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাধাকৃষ্ণ গৌর নিতান্দ মন্দির ইসকন এ রথযাত্রার আয়োজন করে।

 

এসময় তিনি সব ধর্মের নেতাদের উষ্কানিমূলক বক্তব্য না দিয়ে সম্প্রীতির কথা বলার জন্য অনুরোধ করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্ট্রি তপন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম অহিদুজ্জামান, চৌমুহনী পৌর মেয়র আকতার হোসেন ফয়সল, নোয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন লাল সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ