ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সুবর্ণা খাতুন (১৭) নামে এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

শনিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সালাইনগর পূর্বপাড়া গ্রামে এ বিয়ে বন্ধ হয়। সুবর্ণা খাতুন ওই গ্রামের আশকান আলীর মেয়ে।

সে তকিনগর সরকারি প্রাথমিক বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বাংলানিউজকে জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলার তেতুলিয়া গ্রামে সুবর্ণা খাতুনের বিয়ে ঠিক করেন তার পরিবারের লোকজন। শনিবার এ বিয়ে হওয়ার কথা ছিলো। এ উপলক্ষ্যে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। বর পক্ষের লোকজনও ওই বাড়িতে আসেন।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করা হয়। একইসঙ্গে কনের বাবা-মা ও পরিবারের লোকজনদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দেন বলে জানান ইউএনও নাসরিন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।