ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) বিকেল পোনে ৬টার দিকে রথযাত্রা শুভ উদ্ধোধন করা হয়। উল্টো রথযাত্রা হবে রোববার (২২ জুলাই)।

জাঁকজমকপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি অনুযায়ী শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নন্দ গোপালের সঞ্চালনায় ও শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাসের (অব.) সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রিজাউল হক (দিপু), জেলা পরিষদের সদস্য মাহাতাব আলম, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম প্রমুখ।  

রথখোলায় স্থাপিত অস্থায়ী মঞ্চে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি এম এ মালেক আনুষ্ঠানিকভাবে প্রতীকী রশি টানের মাধ্যমে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।