ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পানিতে ডুবে ঝুমা খাতুন নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ঝুমা উপজেলার রহিমানপুর গ্রামের মাজেদুর রহমানের মেয়ে।

সে রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, শনিবার বিকেলের দিকে খেলাধূলা শেষে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় ঝুমা। এরপর আর বাড়ি ফিরেনি।  

পরে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাতেমা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।