ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন কারাগারে ফারুক হোসেন (ফাইল ছবি)

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন, জসিম উদ্দিন ও মশিউর রহমান।

শনিবার (১৪ জুলাই) দু্ইদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আরাফাত চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্যপালনে কাজে বাধা দেয়ায় অভিযোগে এ মামলা দু’টো দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।